গাজায় হামলা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৪, ০৮:০৩ এএম

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ফাইল ছবি

গাজায় বর্বরোচিত হামলার কারণে স্থানীয় সময় বুধবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আগামীকাল থেকে (বৃহস্পতিবার) ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া।”

কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, “‘আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন- আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করবো।”

গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেন, পেত্রোর এই ঘোষণা ‘ইহুদিবিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ’। তার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কারস্বরূপ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিশোধপরায়ণ হয়ে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা করে যেতে থাকে নেতানিয়াহু প্রশাসন। গাজায় হামলার জের ধরে তখন থেকেই ইসরায়েলের ঘোর সমালোচনা করে আসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এমনকি অন্যান্য দেশকেও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দিতেও অনুরোধ করেন তিনি।

সূত্র: রয়টার্স

Link copied!