পাকিস্তানে মসজিদের কাছে ‘আত্মঘাতী’ বোমা হামলা, নিহত ৫২

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৯:৪১ পিএম

পাকিস্তানে মসজিদের কাছে ‘আত্মঘাতী’ বোমা হামলা, নিহত ৫২

ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ। ছবি: দ্য ডন

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা অর্ধশতাধিক।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তান প্রদেশে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মাদের (স.) জন্মদিন পালনের অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হামলাটি আত্মঘাতী ধরনের ছিল। এই হামলায় নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন। মাস্তাং জেলা সদর পুলিশ স্টেশনের হাউস অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলাটির প্রকৃতি আত্মঘাতী ছিল। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হামলায় আহতদের নিকটবর্তী শহরে মাস্টুংয়ের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তান সরকার এ ঘটনাকে “অত্যন্ত জঘণ্য হামলা” বলে অভিহিত করেছে।

গত জুলাইয়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হন।

Link copied!