জাপানে রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৪, ০৭:০১ পিএম

জাপানে রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ৫

টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণের পর যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে জাপান এয়ারলাইন্সের প্লেনের সাথে কোস্টগার্ডের প্লেনের সংঘর্ষে কোস্টগার্ডের প্লেনটিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন।

জাপানের পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কোস্টগার্ডের বিমানটিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কোস্ট গার্ডের উড়োজাহাজের পাঁচজন ক্রু নিহত হয়েছেন। উড়োজাহাজে মোট কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় জাপান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ হানেদা বিমানবন্দরে অবতরণ করার পরপর আগুন ধরে যায়। উড়োজাহাজের ৩৭৯জন আরোহীর সবাই নিরাপদে বেরিয়ে যান। পরে জানা যায়, রানওয়েতে অবতরণের পর যাত্রীবাহী উড়োজাহাজটির সঙ্গে কোস্ট গার্ডের ত্রাণবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়।

Link copied!