ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:৫৭ পিএম

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তাঁরা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না। সোমবার এক সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেন— কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার কোনো ইচ্ছা তাঁর আছে কিনা? এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না’। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রুশ আগ্রাসন মোকাবিলায় দীর্ঘদিন থেকেই পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সামরিক সহায়তা চেয়ে আসছে ইউক্রেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছিল কিয়েভ। কিন্তু বাইডেনের পক্ষ থেকে ঘোষণা আসলো, ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না তাঁরা।

জার্মানির রাষ্ট্রপ্রধান যুদ্ধবিমান পাঠানোর কথা নাকচ করে দেওয়ার একদিন পর বাইডেন এ সিদ্ধান্ত জানালেন।

রাশিয়ার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে যুদ্ধ করায় আশঙ্কাজনকভাবে কমেছে ইউক্রেনের বিমানবাহিনীর শক্তি। যখন পশ্চিমারা তাদের ট্যাংক দিতে সম্মত হলো তখন কিয়েভ ভাবল এখন তাদের যুদ্ধবিমানও দিতে পারে তারা। আর এসব যুদ্ধবিমান দিয়ে নিজেদের বিমানবাহিনীর শক্তি আগের অবস্থানে নিয়ে যাওয়া হবে।

তবে যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এরআগে জার্মানিও যুদ্ধবিমান দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়।

Link copied!