ইউক্রেনে যুদ্ধ বন্ধে তুরস্কের সঙ্গে পুতিনের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩০, ২০২২, ০৯:৪২ পিএম

ইউক্রেনে যুদ্ধ বন্ধে তুরস্কের সঙ্গে পুতিনের আলোচনা

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে পাশ কাটিয়ে তুরস্কের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটোর সদস্য তুরস্কের রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে তুরস্ক বিবাদমান দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রবিবার (২৯মে) রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো এবং জার্মান চ্যাঞ্ছেলর উলাফ স্কুলজ প্রায় ৮০ মিনিট ধরে ইউক্রেনে রুশ হামলা বন্ধের বিষয়ে ফোনালাপ করেন। ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনকে সরাসরি আলোচনা করতে তাগিদ দেন ইউরোপের ক্ষমতাধর দুই দেশের নেতা। এর একদিনই পরই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের আলোচনার বিষয়টি সামনে এলো। আজ সোমবারই এ আলোচনা হতে পারে।

তুরস্কের সংবাদমাধ্যম ও রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

Link copied!