করোনার ওমিক্রন ধরনে ভারতে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৬, ২০২২, ০১:১১ এএম

করোনার ওমিক্রন ধরনে ভারতে প্রথম মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে একজনের মৃত্যু হয়েছে। রাজস্থানের উদয়পুরে ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তি করোনাভাইরাস প্রতিরোধিী টিকার দুই ডোজ সম্পন্ন করেছিলেন বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের  প্রতিবেদনে বলা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, মৃত্যু হওয়া ওই ব্যক্তি রাজস্থানের উদয়পুরের লক্ষ্মীনারায়ণ নগরের বাসিন্দা। ৭৩ বছর বয়সী ওই ব্যক্তির দেহে  গত ১৫ ডিসেম্বর করোনার সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন। ডায়াবেটিস এবং উচ্চরক্তচাপ সহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন বলেও গণমাধ্যমের খবরে জানা গেছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।  ভারতে এখন পর্যন্ত দুই হাজার ১৩৫ জনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে। দেশটির মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে । ওই রাজ্যে ৬৫৩ জনের শরীরে ওমিক্রন ধরন পাওয়া গেছে।

Link copied!