কাশ্মীরে বাসায় ঢুকে স্ত্রী-কন্যাসহ বিশেষ পুলিশ অফিসারকে খুন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৮, ২০২১, ০৯:২০ পিএম

কাশ্মীরে বাসায় ঢুকে স্ত্রী-কন্যাসহ বিশেষ পুলিশ অফিসারকে খুন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুর্বৃত্তের গেরিলা হামলায় একজন বিশেষ পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। সোমবার (২৮ নজুন) ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, ওই ঘটনায় এসপিও ফৈয়াজ আহমেদ, তার স্ত্রী ও কন্যা নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সোয়া ১০ টার দিকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় জঙ্গিরা এই হামলা চালায়।

জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার হারিপরিগামে ফৈয়াজ আহমেদ নামে ওই পুলিশ অফিসার পরিবার সহ থাকতেন।

রাজ্যের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানায়, রাত ১১টা নাগাদ জঙ্গিরা জোর করে বাড়িতে ঢুকে অফিসার সহ তার পরিবারের দিকে নির্বিচারে গুলি চালানো শুরু করে। হামলার খবর পেয়েই দ্রুত সেখানে উপস্থিত হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দ্রুত ফৈয়জ আহমেদ, তার স্ত্রী ও কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয় নি। হাসপাতালে মৃত্যু হয় ফৈয়জ আহমেদ, তার স্ত্রী ও কন্যার।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই এলাকা ঘিরে রেখে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে অর্থাৎ রবিবার ১ টা বেজে ৪৫ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে জম্মুর বিমানঘাঁটিতে। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এ ধরনের হামলা ভারতে এই প্রথম বলে তদন্তকারীরা জানান।

এই ঘটনার তদন্তভার নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা। এই ঘটনায় ২ সন্দেহভাজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

Link copied!