মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভকারীরা সোমবার দেশব্যাপী এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। বিক্ষোভকারীরা নাগরিকদের সকল অফিস ও দোকানপাট বন্ধ রেখে এ ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রবিবার এক টুইটে বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়, ‘আগামীকাল ২২.২.২০২১ তারিখ আমাদের দেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হবে। বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের জন্য প্রার্থনা করুন। ’
এ ঘোষণার পর দেশটির সামরিক জান্তা বিক্ষোভকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন,তারা যদি গণবিক্ষোভ বা দেশব্যাপী ধর্মঘটের মতো কর্মসূচীর পরিকল্পনা করে, তবে নিরাপত্তা বাহিনীর হাতে ‘প্রাণ হারাতে পারে।’
এদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভিতে দেওয়া এক ঘোষণায় দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা জানতে পেরেছি বিক্ষোভকারীরা ২২ শে ফেব্রুয়ারি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে জমায়েত হওয়ার পরিকল্পনা করেছে। বিক্ষোভকারীরা সাধারণ জনগণকে বিশেষত আবেগপ্রবণ তরুণ ও যুবকদের নিরাপত্তা বাহিনীর সাথে সহিংসতার উস্কানী দিচ্ছে, যাতে তারা প্রাণ হারায়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রবিবার রাত থেকে ইয়াঙ্গুনে বিক্ষোভের কেন্দ্রবিন্দু ও বেশকিছু বিদেশী দূতাবাসের সামনের রাস্তা কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভিডিওতে আরও দেখা যায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি রাস্তায় টহল দিচ্ছে।
সূত্র: সিএনএন।