ত্রিপুরা পৌর নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০২:৫৭ এএম

ত্রিপুরা পৌর নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়

ভারতের ত্রিপুরা পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি। এখানের ২২২টি আসনের মধ্যে ২১৭টিই পেয়েছে তারা। এর বাইরে সিপিএম ৩টি আসন পেয়েছে, তৃণমূলের দখলে গেছে একটি।

রোববার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সিপিএম ধলাই জেলার আমবাসা নগর পঞ্চায়েত, উত্তর জেলার পানিসাগর নগর পঞ্চায়েত ও উনাকোটি জেলার কৈলাশহর পৌরসভা একটি করে আসন জিতেছে।

রাজ্যে যে ২২২টি আসনে ভোট হয়েছে এর মধ্যে ধর্মনগরে ২৫টি আসনের মধ্যে সব কটিতেই জয়ী বিজেপি। পানিসাগরে ১২টি আসনে জিতেছে বিজেপি। একটি পেয়েছে সিপিএম। কুমারঘাটে সব কটি (১৫ আসন) আসনই জিতেছে বিজেপি। 

আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং ত্রিপুরামোথা একটি করে আসন জিতেছে। এ ছাড়া তেলিয়ামুড়া (১৫ আসন), সোনামুড়া (১৩ আসন), অমরপুর (১৩ আসন), বিলোনিয়াতে (১৩ আসন) সব কটি আসনে জয়ী গেরুয়া শিবির। 

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর এই আসনগুলোর নির্বাচন হয়েছিল। ২০১৮ সালে ত্রিপুরায় ক্ষমতায় আসার পর বিজেপি এই প্রথম পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো। এর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং সিপিএম।

Link copied!