নতুন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পেল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৬, ২০২২, ০৬:৪৮ পিএম

নতুন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পেল যুক্তরাজ্য

বরিস জনসন সরকারের প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগের পর নতুন দুই মন্ত্রীর নাম ঘোষণা করেছে ব্রিটেন সরকার। যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন ইরাকি বংশোদ্ভূত নাদিম জাহাবি আর নতুন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বরিস জনসনের চিফ অব স্টাফ স্টিভ বার্কলের। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

৫৫ বছর বয়সী নাদিম জাহাবি দেশটির অর্থনীতির এক সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করছেন। বিগত প্রায় তিন দশকের মধ্যে ব্রিটেন বর্তমানে বেশ বড় ধরনের মূল্যস্ফীতিতে ভুগছে। সামনের দিনগুলোতে তাঁর জন্য দেশটির সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নাগালে রাখতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

এর আগে অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তাঁরা মান বজায় রেখে বরিস জনসনের সরকার পরিচালনার সক্ষমতার দিকেই ইঙ্গিত করেন।

Link copied!