রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগির মেয়ে মস্কোর কাছের একটি জায়গায় নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি যাওয়ার পথে গাড়িতে 'আগুন ধরে বিস্ফোরণে' মারা গেছেন দারিয়া দাগিনা।
দারিয়া দাগিনের বাবা রুশ দার্শনিক আলেকজান্ডার দাগিন 'পুতিনের মস্তিষ্ক' নামে পরিচিত। একটি অনুষ্ঠান থেকে বাসায় যাওয়ার সময় তাঁর গাড়িটি বিস্ফোরিত হয়।
দাগিন একজন আলোচিত উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক তাত্ত্বিক। তাঁকে রুশ প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়।
রাশিয়ার একটি গণমাধ্যমের তথ্যমতে, গতকাল শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে বাবা-মেয়ের একসঙ্গে একই গাড়িতে করে বাসায় ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আলেকসান্দর আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ফুটেজে দেখা যায়, একটি গাড়ির ধ্বংসাবশেষ জ্বলছে। জরুরি পরিষেবা ঘটনাস্থলে তৎপর হয়েছে। আলেকসান্দর হতবাক হয়ে এ দৃশ্য দেখছেন।
দুগিনের মেয়ে দারিয়া দুগিন রাশিয়ার বিশিষ্ট সাংবাদিক এবং ভাষ্যকার। ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করতেন তিনি।