পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৬, ২০২২, ০৮:৫২ পিএম

পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি: বাইডেন

ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের ভেতর বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জো বাইডেন বলেন, প্রাথমিক তথ্য বলছে পোল্যান্ডের বিস্ফোরণটি রাশিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে নাও হতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পূর্ণাঙ্গ তদন্ত পর্যন্ত অপেক্ষার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার ইউক্রেইন সীমান্তের কাছে নেটো সামরিক জোটভুক্ত পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় গ্রাম সেবোদুফে ক্ষেপণাস্ত্র পড়ে দুই জন নিহত হওয়ার পর উত্তেজনা তৈরি হয়, ইউক্রেইন যুদ্ধ দেশটির সীমান্ত পেরিয়ে আশপাশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দেয়।

ইউক্রেইন ও পোল্যান্ডের কর্তৃপক্ষগুলো বলেছিল, যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে সেটি রাশিয়ার তৈরি।

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে, এখনই এটা বলা ঠিক হবে কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, ক্ষেপণাস্ত্রটির গতিপথ অন্যকিছুর ধারণা দিচ্ছে।

ন্যাটোর এক সামরিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটির গতিপথ শনাক্ত করেছেন তারা। রাডারে ধরা পড়া এই তথ্য ন্যাটো ও পোল্যান্ডকে দেয়া হয়েছে। পোল্যান্ডের আকাশসীমায় উড়ন্ত ন্যাটোর একটি আকাশযান থেকে ক্ষেপণাস্ত্রটির গতিপথ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সেটি কে বা কোথায় থেকে উৎক্ষেপণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি ওই কর্মকর্তা।

Link copied!