বিশ্বে মৃত্যু ৫৯ লাখ ১৬ হাজার, শনাক্ত ৪২ কোটি ৯৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৪:০৯ পিএম

বিশ্বে মৃত্যু ৫৯ লাখ ১৬ হাজার, শনাক্ত ৪২ কোটি ৯৪ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত ৪২ কোটি ৯৪ লাখ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১১ হাজার ৬৫০ জন এবং শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৯৭৭ জন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৪২ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৯ লাখ ১৬ হাজার ৩৭৩ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ৯ লাখ ৪১ হাজার ৮৯০ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৩১ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ১২ হাজার ৬২২ জন।

Link copied!