ভারত ও ব্রাজিলে করোনা পরিস্থিতির অবনতি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৭, ২০২১, ০৮:০৫ পিএম

ভারত ও ব্রাজিলে করোনা পরিস্থিতির অবনতি

করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণে বেশ কয়েকদিন ধরে দৈনিক মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে ভারত ও ব্রাজিলের অবস্থার উন্নতি হচ্ছিলো। তবে দেশ দুটোতে আবার বাড়তে শুরু করেছে মৃত্যু ও করোনা রোগীর সংখ্যা। অন্যদিকে, করোনায় শনাক্তের সংখ্যা অনেকটা বেড়ে গেলেও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে এসেছে যুক্তরাষ্ট্রে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি,বুধবার (০৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) করোনায় আক্রান্ত হয়ে ভারতে মোট ৪ লাখ ৪ হাজার ২৪০ জন মারা গেছেন। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৩১০। এই হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) গত ২৪ ঘন্টায় মারা যায় ৫৪২ জন। তার  আগের দিন সোমবার এক দিনে দেশটিতে ৭৪৩ জনের মৃত্যু হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে দৈনিক শনাক্তের সংখ্যাও বেড়ে গেছে। বুধবার (০৭ জুলাই) পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৬  লাখ ৬২ হাজার ৮৯৬ জন।  মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ কোটি ৬ লাখ ১৮ হাজার ৯৩৯ জন। এই হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪৩ হাজার ৯৫৭ জন। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৩৪ হাজার ৬৭ জন। তার আগের দিন সোমবার এই সংখ্যা ছিল ৪০ হাজার ৩৮৭।

অন্যদিকে, মৃত্যুর দিক দিয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। একদিনের ব্যবধানে দেশটিতে বুধবার (০৭ জুলাই) দৈনিক মৃত্যুর সংখ্যা লাফিয়ে আড়াই গুণ বেড়ে গেছে।

লাতিন আমেরিকার এই দেশটিতে বুধবার পর্যন্ত ৫ লাখ ২৭ হাজার ১৬ জন মারা গেছেন। মঙ্গলবার (০৬ জুলাই) পর্যন্ত দেশটিতে মারা যায় ৫ লাখ ২৫ হাজার ২২৯ জন। এই হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ৭৮৭ জন। অথচ মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৭৫৪ জনের মৃত্যু হয়েছিল। সোমবার গত ২৪ ঘন্টয় মারা যায় ৭৭৬ জন।

করোনায় আক্রান্ত হিসেবে দৈনিক শনাক্তের সংখ্যাও একদিনের ব্যবধানে প্রায়  ৩ গুণ বেড়ে গেছে। বুধবার (০৭ জুলাই) পর্যন্ত ব্রাজিলে মোট করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ১৫ জন। মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৫১১ জন। তার আগের দিন (০৫ জুলাই) এই সংখ্যা ছিল ১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৮০৮ জন। এই হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৫০৪ জন। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিলেন ২২ হাজার ৭০৩ জন। তার আগের দিন ২৭ হাজার ৭৮৩ জন করোনা শনাক্ত হন।

ভারত ও ব্রাজিলের করোন পরিস্থিতির অবনতি হলেও  যথেষ্ট  উন্নতি হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৬ লাখ ২১ হাজার ৫৬১ জন। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৬ লাখ ২১ হাজার ৩৩৫। এই  হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ২২৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় মারা যায় মাত্র ৪২ জন। তার আগের দিন সোমবার (০৫ জুলাই) ৩৮ জনের মৃত্যু হয়।

তবে দৈনিক শনাক্তের দিক দিয়ে দেশটির পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে। বুধবার (০৭ জুলাই) এক দিনের ব্যবধানে প্রায় ৫ গুণ বেড়ে গেছে শনাক্তের সংখ্যা। বুধবার গত ২৪  ঘন্টায় দেশটিতে ২৪ হাজার ৩২৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মঙ্গলবার একদিনে শনাক্ত হয়েছিলেন মাত্র ৫ হাজার ৯৮৪ জন। সোমবার এই সংখ্যা ছিল৪ হাজার ২০১।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

 

 

 

 

Link copied!