মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের দিলীপের

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২১, ১২:১৭ এএম

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের দিলীপের

এবার পশ্চমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  আজ সোমবার (১৭ মে) সকাল থেকেই নারদ কাণ্ড নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক মহলে।

নিজাম প্যালেসে রাজ্যের চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চ্যাটার্জী ও মদন মিত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে আসেন সিবিআই। তারপরেই গ্রেফতারি মেমোতে সই করিয়ে গ্রেফতার করা হয় তাদের। আর তারপরেই সকাল ১০ টা ৪৮ নবান্নে যাওয়ার পথেই নিজাম প্যালেসে ১৫ তোলায় সিবিআই-এর দফতরে হাজির হন মুখ্যমন্ত্রী।

এদিন নিজাম প্যালেসে গিয়ে কার্যত সিবিআই আধিকারিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'আমাকে গ্রেফতার করুন না হলে নিজাম প্যালেস ছাড়ব না। এই বেআইনি গ্রেফতারি আমি মানি না।'

আর এই ঘটনার জেরেই রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হবে, সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে সেই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন দিলীপবাবু। 

এই বিষয়ে এদিন দিলীপ জানিয়েছেন, 'ওনার স্বভাব রয়েছে যেখানে সেখানে গিয়ে বসে পড়ার, অরাজকতা সৃষ্টি করার। উনি গায়ের জোরে সবকিছু করার চেষ্টা করেন। রাজ্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন আমাদের পার্টি অফিসে হামলা চালাবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু উনিই আইন ভাঙছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবে।' 

তৃণমূলের দাবি এই গ্রেফতারি প্রতিহিংসার রাজনীতি যদিও তা মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

তিনি জানিয়েছেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে সিবিআই। এক্ষেত্রে প্রতিহিংসার কিছুই নেই। কার দোষ সেটা জানা উচিত। যারা কোর্টকে মানেন না, সংবিধানকে মানেন না, তারাই এই ধরনের কথা বলছেন। রাস্তায় নেমে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যে যখন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একগুচ্ছ বিধিনিষেধ জারি রয়েছে তখন কীভাবে এত মানুষ রাস্তায় জমায়েত করছেন?' প্রশ্ন দিলীপের 

Link copied!