দক্ষিণ ভিয়েতনামে এক রেস্তোরাঁর ‘বান মি’ স্যান্ডউইচ খেয়ে খাদ্য বিষক্রিয়ার ৫০০ জনের বেশি মানুষ হাসাপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছয় ও সাত বছরের দুই শিশুসহ ১২ জনের অবস্থা গুরুতর।
বিবিসি সূত্রে জানা যায়, এ ঘটনায় ডং নাই প্রদেশে অবস্থিত ওই রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে স্যান্ডউইচগুলো নষ্ট হয়ে যেতে পারে।
বান মি স্যান্ডউইচ ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী খাবার। প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে ওই রেস্তোরাঁ খাদ্যের ন্যূনতম নিরাপত্তা মান পূরণ করেনি।
সোমবার (৬ মে) লং খান শহর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩০ এপ্রিল বাং রেস্তোরাঁ থেকে ওই স্যান্ডউইচ খাওয়ার পর অন্ততপক্ষে ৫৬০ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২০০ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রেস্তোরাঁ থেকে প্রতিদিন ১ হাজার ১০০ স্যান্ডউইচ বিক্রি করা হয়। ওই রেস্তোরাঁ থেকে যারা স্যান্ডউইচ খেয়েছে তাদের অনেকে ডায়রিয়া, বমি, জ্বর এবং ভয়াবহ পেট ব্যথায় আক্রান্ত হয়।