মালদ্বীপের রাজধানী মালের একটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, মলদ্বীপের রাজধানী মালের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসনে আগুন লাগে। ওই আবাসনের নীচের তলায় গ্যারেজ আছে।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় জানিয়েছে, মালেতে আগুনে বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্তদের জন্য মাফান্নু স্টেডিয়ামে একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে এনডিএমএ। ত্রাণ সহায়তা ও সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।’ তবে হতাহতের কথা উল্লেখ করেনি সংস্থাটি।
মাত্র দুই মাস আগেই এই গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার আগে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।