সেনাবাহিনীতে সদস্যসংখ্যা ১০ শতাংশ বাড়ানোর নির্দেশ পুতিনের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২২, ০১:৪০ পিএম

সেনাবাহিনীতে সদস্যসংখ্যা ১০ শতাংশ বাড়ানোর নির্দেশ পুতিনের

রাশিয়ার সেনাবাহিনীতে ১০ শতাংশ সদস্য বৃদ্ধির বিষয়ে এক ডিক্রিতে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের সই করা ডিক্রি অনুযায়ী, আগামী মাসগুলোতে দেশটির সেনাবাহিনীতে ১ লাখ ৩৭ হাজার সেনা নিয়োগ করা হবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বর্তমানে রুশ সামরিক বাহিনীতে মোট সদস্য সংখ্যা ১০ লাখের বেশি সামরিক সদস্য রয়েছে। বেসামরিক কর্মী রয়েছে প্রায় ৯ লাখ।

ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ায় সেনা নিয়োগ কার্যক্রম নতুন গতি পেয়েছে। তার মধ্যেই এলো এই ঘোষণা।

পশ্চিমা সামরিক কর্মকর্তাদের দাবি, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা নিহত বা আহত হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। গত বুধবার এ হামলার ছয় মাস পূর্ণ হয়েছে।

রুশ বাহিনীতে সেনাসদস্য হিসেবে নিয়োগ দিতে কর্তৃপক্ষ বিভিন্ন কারাগার পরিদর্শন করছেন বলেও খবর বেরিয়েছে। মুক্তি প্রদান ও নগদ অর্থের প্রস্তাব দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে কারাবন্দীদের।

পুতিনের সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে, 'রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার জনে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে, যার মধ্যে সামরিক সদস্য হবে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন।

Link copied!