‘নোবেল পুরস্কারে কোটা আনা হবে না’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৬:০৪ পিএম

‘নোবেল পুরস্কারে কোটা আনা হবে না’

নোবেল পুরস্কারে সমতা আনার জন্য কোন ধরণের কোটা পদ্ধতির প্রবর্তন করা হবে না বলে জানিয়েছেন বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের প্রধান গোরান হ্যানসন।

নোবেল পুরস্কার এবং নোবেল কমিটিতে নারী উপস্থিতি নিয়ে এর আগেও অনেক সমালোচনা হয়েছে। তবে এসব সামলোচনা সমাধানে সেরকম কোন উদ্যোগ নেয়নি নোবেল কমিটি। এরমধ্যে একটি হলো, নোবেল কমিটি এবং নোবেলপ্রাপ্তদের তালিকায় নারীদের সংখ্যা অনেক কম কেন। এবং এই সংখ্যা কমাতে কোন উদ্যোগ নোবেল কমিটি নেয়নি।

এপ্রসঙ্গে গোরান হ্যানসন বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি নোবেলে লিঙ্গ বা জাতিগত সমতার জন্য কোনো কোটা আনা হবে না। তিনি বলেন, ‘এ সিদ্ধান্তটি আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছার চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’। 

গোরান হ্যানসন বলেন, ‘তারা (নোবেল কমিটি) চান যে মানুষেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য পুরস্কার জিতুক, লিঙ্গ বা জাতিগত কারণে নয়’।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৫৯ জন নারী এই পুরস্কার পেয়েছেন। এ ব্যাপারে বিজ্ঞানী গোরান হ্যানসন বলেন, ‘এটি দুঃখজনক যে খুব কম সংখ্যক নারী নোবেল পুরস্কার পেয়েছেন। এটি সমাজে বৈষম্যের প্রতিফলন, বিশেষ করে অতীতে, তবে এখনও এটি বিদ্যমান। এ ব্যাপারে আরও অনেক কিছু করার আছে।’

গোরান আরো বলেন, ‘যারা যোগ্য, যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, তাদেরই আমরা পুরস্কার দেব।’ তবে আস্তে আস্তে নারীদের নোবেল পাওয়ার সংখ্যা বাড়ছে বলেও মনে করেন গোরান।   উল্লেখ্য, এ বছর মাত্র একজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন।

Link copied!