ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার তেলই কিনবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২, ২০২৫, ০৬:৪৩ পিএম

ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার তেলই কিনবে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত—এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস শনিবার এক প্রতিবেদনে। প্রতিবেদনে দেশটির দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে।

রয়টার্স স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। তবে মার্কিন হোয়াইট হাউস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়—তাদের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

গত মাসে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে হুমকি দিয়েছিলেন যে, যারা রাশিয়ার কাছ থেকে তেল বা অস্ত্র কিনছে, তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। তবে পরে তিনি মত পাল্টে বলেন, "ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই।"

এদিকে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। কিন্তু নিউ ইয়র্ক টাইমস-কে দুই ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, সরকারের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। তাঁদের একজন বলেন, সরকার কোনো তেল কোম্পানিকে আমদানি কমাতে কোনো নির্দেশনা দেয়নি।

এর আগে রয়টার্স জানায়, জুলাই মাসে রাশিয়ান তেলের ছাড় কিছুটা কমে যাওয়ায় ভারতীয় রাষ্ট্রায়ত্ত রিফাইনারিগুলো সাময়িকভাবে আমদানি বন্ধ রাখে। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে, এটি ভারতের সামগ্রিক নীতির কোনো পরিবর্তন নয়।

বর্তমানে রাশিয়া ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৫ শতাংশ জোগান দেয়, যা দেশটির প্রধান তেল সরবরাহকারীর অবস্থান নিশ্চিত করে।

চলতি বছরের ১৪ জুলাই, ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না রাশিয়া ইউক্রেনের সঙ্গে বড় কোনো শান্তিচুক্তিতে পৌঁছায়, ততদিন যারা রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

Link copied!