‘সারমাত মিসাইল’ মোতায়েন করা হবে: রুশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২২, ০১:০১ এএম

‘সারমাত মিসাইল’ মোতায়েন করা হবে: রুশ প্রেসিডেন্ট

মহাশক্তিশালী সারমাত ব্যালাস্টিক মিসাইল মোতায়েন করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট এ কথা বলেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, টিভিতে দেওয়া ওই ভাষণে পুতিন জানিয়েছেন রাশিয়া তাদের সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি করবে। 

প্রেসিডেন্ট পুতিন বলেন, “সামরিক হুমকি ও ঝুঁকি বিবেচনা করে আমরা আমাদের সেনবাহিনীর উন্নতি ও শক্তি বৃদ্ধি বাড়াতে থাকব।এরপর পুতিন মহাশক্তিশালী সারমাত ব্যালাস্টিক মিসাইলটি মোতায়েন করার ঘোষণা দিয়ে বলেন, “এ বছরের শেষে কার্যক্রম শুরু করার জন্য সারমাত মোতায়েন করা হবে।”

প্রসঙ্গত,সারমাত মিসাইলটি একসঙ্গে ১০টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে।গত ২০ এপ্রিল সারমাত পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইলটির সফল পরীক্ষা চালায় রাশিয়া।

সারমাত মিসাইল সম্পর্কে ওই সময় পুতিন বলেছিলেন, নতুন এই অস্ত্রটির আছে  উচ্চগতি ও উচ্চক্ষমতা। এটি সব ধরেণের আধুনিক মিসাইল বিধ্বংসী ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এর মতো অন্য কোনো মিসাইল পৃথিবীতে নেই এবং খুব সহসা আসবেও না।” 

ওইসময় রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “এমন সত্যিকারের অদ্বিতীয় অস্ত্রটি আমাদের সামরিক বাহিনীর শক্তি আরও বাড়াবে। বাইরের শত্রুদের হুমকি থেকে রাশিয়াকে বাঁচাবে এবং যারা রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করবে তাদের চিন্তার খাবার (বিষয়) দেবে।”

Link copied!