আগস্ট ২০, ২০২৪, ০২:০৩ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এসেছে, তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছন ট্রাইব্যুনালের উপপরিচালক প্রশাসন ও তদন্ত কর্মকর্তা আতাউর রহমান।
মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এই তদন্ত কর্মকর্তা বলেন, “শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে গণহত্যা ও হত্যার এখন পর্যন্ত তিনটি অভিযোগ এসেছে। সব অভিযোগেরই আসামিদের প্রোফাইল তৈরির কাজ চলমান রয়েছে।”
আরও পড়ুন: আদাবরে পোশাকশ্রমিক সোহেল হত্যা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
তিনি আরও বলেন, “দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক নিয়োগ দেবে সরকার। এরপর তারা আরও দ্রুতগতিতে কাজ এগিয়ে নেবেন। কোথা থেকে তারা তদন্ত শুরু করবেন সেটাও দ্রুত ঠিক করা হবে।”