আদাবরে পোশাকশ্রমিক সোহেল হত্যা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২০, ২০২৪, ১২:৪৪ পিএম

আদাবরে পোশাকশ্রমিক সোহেল হত্যা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা

সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন রাজধানীর আদাবর এলাকায় গুলিতে পোশাকশ্রমিক সোহেল রানা নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) নিহতের ভাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এই মামলা করেন।

এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমানসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।

Link copied!