যে ফল খেলে কিডনির সমস্যা বাড়ে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৪:৫৭ পিএম

যে ফল খেলে কিডনির সমস্যা বাড়ে

দেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এসময়ে প্রসাদের টান আলাদা। যে এমনিতে আপেল-পেয়ারায় মতো ফল খেতে পছন্দ করে না, সেও পুজোর প্রসাদ খেয়ে নেয়। কিন্তু এমন কি‌ছু ফল থাকে, যা বিশেষ কয়েকটি রোগের ক্ষেত্রে ক্ষতিকর। তা খাওয়ার আগে খেয়াল রাখা জরুরি। কিডনির সমস্যা থাকলে তেমনই একটি ফল খাওয়ার বিষয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে।

কিডনির সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে যে, কোনও ভাবেই যেন অতিরিক্ত পটাশিয়াম বা ফসফোরাস না যায় শরীরে। তার জন্য যে ফলটি খাওয়ার বিষয়ে সবচেয়ে বেশি সাবধান হতে হবে, তা হল কলা। কলায় ভিটামিন ও মিনারেল প্রচুর পরিমাণে থাকলেও তাতে অনেকটা পটাশিয়ামও থাকে।

যদি রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তবে কিডনির অসুখে আক্রান্তদের শারীরিক সমস্যা হতে পারে। ফলে পুজোর প্রসাদ খাওয়ার সময়েও খেয়াল রাখা জরুরি। অন্য সব ফল খেলেও, কলা না খাওয়া ভাল। আর ওই ফলটি খেয়ে ফেললেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: আনন্দবাজার

Link copied!