মে থেকে অক্টোবর মাসে দেশে সাপের উপদ্রব বেশি দেখা যায়। এর বাইরে সারা বছরই সাপের কামড়ে অনেকে আক্রান্ত হন। সাপ কামড় দিলে যে সব কাজ করা থেকে বিরত থাকতে হবে তা আমাদের সকলেরই জানা উচিত।
সাপ কামড়ালে প্রথমেই আঘাতের স্থান পর্যবেক্ষণ করে জানতে হবে সেটি বিষধর নাকি নির্বিষ। দুই ধরনের সাপের কামড়ের চিকিৎসা দুই রকম। বিষধর সাপের কামড়ে সাধারণত দুটি ক্ষত হয়, তবে নির্বিষ সাপের কামড়ে চার থেকে ১৬টি পর্যন্ত ক্ষত দেখা যেতে পারে।
সাপের কামড়ে যা করতে হবে:
১) দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
২) ক্ষতস্থান শক্ত কিছু দিয়ে কাপড় দিয়ে হলকা করে বাধুন।
৩) সাপে কাটা পেশী যতটা কম সম্ভব নড়াচড়া করুন, পেশীর নড়াচড়া যত কম হবে, বিষ তত কম ছড়াবে।
সাপের কামড়ে যা করবেন না:
১) আতংকিত হওয়া যাবে না।
২) ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে সময় নষ্ট করবেন না।
৩) চিকিৎসক দেখার আগ পর্যন্ত কিছু খাওয়া উচিত না।
৪) সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধা যাবে না, কারণ রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারেন। যেখানে সাপ কেটেছে, তার কিছুটা ভেতরের দিকে খুব হালকা করে শুধু একটি গিঁট দিয়ে বেঁধে দেওয়া যেতে পারে।
৫) কোনও মলম বা মালিশ লাগানো উচিত না।