কথা বলার তীব্র আকাঙ্খা বাড়ছে, একটা মানুষ বার বার ছটফট করতে করতে চেষ্টা করছে, কাটা তারটা ছিঁড়ে সামনে দিকে আগানোর। তবে বার বার অপরপক্ষ থেকে উত্তর আসছে, “আপনি যেই নাম্বারটিতে কল করেছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত আছে, একটু পরে আবার ডায়াল করুন ধন্যবাদ অথবা You can’t reply to this conversation, please learn more.” নতুন যুগের নতুন বিচ্ছেদের প্রথম পদক্ষেপ সকল প্রকার সামাজিক গণমাধ্যম থেকে বিতাড়িত করা বা ব্লক করে দেওয়া।
চিরতরে যখন কেউ কাউকে জীবন থেকে মুছে ফেলার মতো চিন্তা করে তখন তার মাথায় আসে ব্লক করে দেওয়া। তবে পরিস্থিতি ভেদে এইটি ভিন্ন হতে পারে। একজন মানুষকে ব্লক করার ব্যাপারটি কিন্তু শাস্তি প্রদানের মাধ্যম হিসেবেও এখন বেছে নিচ্ছেন অনেকেই।
ইন্টারনেট এই যুগে দূরত্ব যেমন ঘুচিয়ে দিয়েছে তার সমানুপাতিক হারে সম্পর্কের ভেতরকার দূরত্ব বাড়িয়ে তুলেছে। একজন মানুষ যখন অপর জনকে ব্লক বা অবরুদ্ধ করে দেই কিংবা যোগাযোগ ছিন্ন করে দেই তখন সেই বিপরীত মানুষটার ভেতর বিশেষ কিছু আবেগ-এর গোলযোগজনক প্রতিক্রিয়া দেখা যায়।
চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো-
• যদি কোনো স্পষ্ট ইঙ্গিত বা ব্যাখ্যা না থাকে সেই ব্লক করার বিষয়ে তবে ব্লক খাওয়া লোকটি তা নিয়ে বিভ্রান্ত বোধ করতে পারে। তিনি ভাবতে পারেন তার দিক থেকে ভুল হয়েছে বা ব্লক খাওয়ার মতো তিনি কী করেছেন।
• ব্লক বিষয়টি একটি হতাশাজনক বিষয় হতে পারে, বিশেষ করে যদি সেই দুইজন মানুষের মাঝে সম্পর্ক বা একে অন্যের প্রতি বিশেষ আবেগের অভ্যাস তৈরী হওয়ার মতো ঘটনা যদি ঘটে থাকে।
• এটি অক্ষমতা বা নিজের ওপর প্রশ্নবোধক অনুভূতিও তৈরি করতে পারে। সম্পর্কের মাঝে সমস্যা সমাধান না করতে পারার অক্ষমতা অপরজনকে ক্ষমতাহীন অনুভব করাতে পারে।
• ব্লক প্রত্যাখ্যানের মতো অনুভূতিও ট্রিগার করতে পারে। এটি একটি স্পষ্ট বার্তা হতে পারে যে ব্লক করা ব্যক্তি আর যোগাযোগ বজায় রাখতে বা সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী নয়।
• কিছু ক্ষেত্রে, ব্লকের ফলে রাগ বা বিরক্তির অনুভূতি হতে পারে, বিশেষ করে যদি ব্যক্তি তার ক্ষেত্রে এটিকে অন্যায় বা ভুল বলে মনে করেন। এমনকি এটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হিসেবে প্রকাশ পেতে পারে।
• আবার এটি পার্টনারের ধোঁকা দেওয়ার বিষয়কেও ইঙ্গিত দেই। যেইখানে অপরজন একটি গভীর কষ্টের অতলে গিয়ে ভেঙে পরে।
• অন্যদিকে, কিছু মানুষের ক্ষেত্রে ব্লক একটি বহুদিন যাবৎ টানাহেছড়া করা টক্সিক সম্পর্ক থেকে মুক্তির উপায়ও হতে পারে।
কথায় আছে চোখের আড়াল তো মনের আড়াল। যোগাযোগের শুরুটা যেমন মধুর হয়, তেমনি বিচ্ছেদ কিংবা যোগাযোগ ছিন্ন করা সেটিও যেন হয় আন্তরিক।