বছরের পর বছর অক্সিডাইজড গয়না থাকবে নতুন

সায়কা সিদ্দিকী

ডিসেম্বর ৭, ২০২৩, ০৭:৩৮ পিএম

বছরের পর বছর অক্সিডাইজড গয়না থাকবে নতুন

ছবি: সংগৃহীত

সোনা-রূপার গয়না সব সময় পরতে ইচ্ছে হয় না আবার সব জায়গায় পরে যাওয়াও যায় না, এমন কি সব পোশাকে যে মানিয়ে যায়, তাও নয়। এর দারুণ বিকল্প হলো অক্সিডাইজড গয়না। পার্টি হোক কিংবা অফিস, অথবা কলেজ-বিশ্ববিদ্যালয়ের যে কোনো পোশাক- সে শাড়ি হোক বা সালোয়ার-কামিজ বা টপস-জিন্স, সবের সঙ্গে দারুণ মানিয়ে যায় এই গয়নাগুলো।

তবে অনেকই জানেন না যে অক্সিডাইজড গয়নার সঠিক যত্ন না হলে নষ্ট হয়ে যায় দ্রুত। সালফেট থাকায় অক্সিডাইজড জুয়েলারি একটু কালচে ধরনের হয়। আপনি যদি এই গহনার যত্ন না নেন তাহলে এগুলো আরও কালো এবং বেমানান হয়ে যায়। তাই অক্সিডাইজড জুয়েলারি ব্যবহার করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। তাই  কীভাবে অক্সিডাইজড গয়নার যত্ন নেবেন চলুন তা জেনে নেওয়া যাক...

১) বাড়ি ফিরেই কোনো মতে গয়নাগাটি খুলে ড্রেসিং টেবিলে ফেলে রাখার অভ্যাস অনেকেরই থাকে। গয়নায় ঘাম লেগে থাকলে জেল্লা টিকবে না। ঘামে থাকা লবণ অক্সিডাইজড গয়নার সাথে বিক্রিয়া করে রং কালো করে দেয়। তাই পরিষ্কার কাপড় দিয়ে গয়নাগুলি মুছে তবেই বাক্সে ভরুন।

২) খোলা জায়গায় অক্সিডাইজড গয়না ফেলে না রেখে সব সময় গয়নাগুলি জিপলক পাউচে ভরে তার পর তুলে রাখুন। এর ফলে গয়নার বাক্স বার বার খুললেও গয়নার উপর বাতাসের সরাসরি প্রভাব পড়বে না।

৩) সোনার গয়না ময়লা হলে হলুদ জলে কেউ ডুবিয়ে রাখেন, রুপোর গয়নায় ময়লা জমলে পেস্ট দিয়ে পরিষ্কার করা হয়। তবে অক্সিডাইজড গয়নায় ময়লা জমলে এই ভুলগুলি করবেন না, তাতে আরও বিগড়ে যাবে গয়নার হাল। এছাড়াও বেকিং সোডা গোলানো পানিতে ৩০ মিনিট রেখে কুসুম গরম পানি ধুয়ে নিন। এতেও ভালো থাকবে আপনার প্রিয় গয়না।

৪) এক বাক্সে সব গয়না ভরে রাখবেন না। এই ভুলেই গয়না তাড়াতাড়ি কালো হয়ে যায়। তাই আলাদা আলাদা পাউচে ভরে গয়নাগুলি রাখলে দীর্ঘ দিন ব্যবহারের যোগ্য থাকবে সেগুলি।

৫) সাজের একেবারে শেষ করে তবেই গয়না পরুন। গয়না পরার পর পারফিউম, ডিও ব্যবহার করলে রং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

Link copied!