জানুয়ারি ১৩, ২০২৪, ০৭:০৪ পিএম
পৌষসংক্রান্তি উপলক্ষে প্রতি বছর ঐতিহ্যে - উৎসবে রঙিন হয়ে ওঠে পুরান ঢাকার আঙিনা। দিনটিতে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে মেতে ওঠে সবাই।
সংস্কৃত শব্দ ‘সংক্রান্তি’ ঢাকাইয়া অপভ্রংশে সাকরাইন রূপ। পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিনে এই সাকরাইন উৎসব আয়োজন করা হয়।
বাংলা পৌষ মাসের শেষদিন শীত মৌসুমের বার্ষিক উৎসবকে ‘সাকরাইন উৎসব’ নামে উদযাপন করা হয়। সেজন্যই পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে ‘পৌষ সংক্রান্তি’ বা ঘুড়ি উৎসবও বলা হয়ে থাকে।
বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা তারিখের সঙ্গে কিছুটা পার্থক্যের কারণে প্রতিবছর দুদিনব্যাপী এই উৎসবটি পালন করেন পুরান ঢাকার বাসিন্দারা। এই উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের হলেও বহু বছর ধরে পুরান ঢাকায় সাড়ম্বরে পালিত হয়ে আসছে সাকরাইন উৎসব।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ব্রিটিশ আমল থেকে চলে আসা এই উৎসবটি এখন বাংলাদেশের সব মানুষ পালন করেন। পুরনো আমলে গান বাজতো মাইকে, আর এখন লাউড স্পিকারে গান বাজানো হয়, চলে রাতভর ডিজে পার্টি।