গরমে স্বস্তির পোশাক

লাইফস্টাইল ডেস্ক

মে ৭, ২০২৪, ০১:৫৫ পিএম

গরমে স্বস্তির পোশাক

প্রতীকী ছবি

গরমেও অনেকেই ফ্যাশন ভাবনায় মগ্ন থাকেন। ভ্যাপসা এই গরমে কী রঙের পোশাক আরাম দেবে- সেটা নিয়ে অনেকেই সন্দিহান। গরমে কেমন রঙের কাপড় আপনি পরেবেন সেটা আপনার রুচিবোধের বিষয়। তবে কিছু রঙ আছে যা গরম থেকে আপনাকে আরামে রাখতে পারে।

বিশেষজ্ঞরা বলেছেন, গরম থেকে বাঁচতে হালকা রঙ নির্বাচনই শ্রেয়। চড়া ও গাঢ় রঙের কাপড়ের তাপশোষণ ক্ষমতা বেশি। অন্যদিকে সাদা রঙের কাপড়ের তাপশোষণ ক্ষমতা কম। তাই এই গরমে আপনি সাদা পোশাক পরতে পারেন। পাশাপাশি হালকা রঙের যে কোনো পোশাকও গরমে আপনাকে অনেকটাই স্বস্তি দেবে। পিচ কালার বা মিষ্টি গোলাপির মতো রঙেও আরাম পাবেন আপনি।

গবেষকরা জানান, সাদার পরে যেসব রঙ শরীরকে ঠাণ্ডা রাখে সেগুলো হলো হলুদ, ধূসর ও লাল। যদিও লাল রঙকে বেশির ভাগ লোকই ‘উষ্ণ’ রঙ হিসেবে জানেন। বেগুনি আছে তালিকার মাঝখানে, তাই এই রঙের কাপড় গরম আবহাওয়ার সময় পরতে পারেন।

গরমে নীল, হালকা সবুজ, গাঢ় সবুজ ও কালো রঙের পোশাক পরতে নিষেধ করেছেন গবেষকরা। কারণ এসব রঙ তাপমাত্রা শোষণ করে বেশি।

বিজ্ঞানের ভাষায় সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। কিন্তু সব বস্তুর এই তাপীয় বিকিরণ শোষণের ক্ষমতা সমান নয়। সাদা রঙের তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম। অন্যদিকে কালো রঙের বস্তু এই তাপ শোষণ করে সবচেয়ে বেশি। এ কারণে সাদা রঙের বস্তু কালো রঙের বস্তুর তুলনায় কম তাপ শোষণ করে। তাই গরমে সাদা রঙের পোশাক কম উত্তপ্ত হয় ও গাঢ় রঙের পোশাক পরলে হাঁসফাঁস অবস্থা হতে পারে।

২০২০ সালের আগস্টে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক তোশিয়াকি ইচিনোসের নেতৃত্বে জাপানি বিজ্ঞানীদের একটি দল এ বিষয়ে গবেষণা করেন। গবেষণায় দেখা গেছে, হালকা রঙের পোশাক ছাড়াও উজ্জ্বল রঙের পোশাকেও শরীর তুলনামূলক ঠাণ্ডা থাকে।

গবেষক তোশিয়াকি ইচিনোস এই পরীক্ষার জন্য কড়া রোদে ৯টি ম্যানিকুইনে লাল থেকে হালকা সবুজ, হলুদ, নীল, কালো, সাদা বা গাঢ় সবুজসহ বিভিন্ন রঙের পোলো শার্ট পরান। তখন বাইরের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি। কাপড়ের উপরিভাগ ও ম্যানিকুইনের তাপমাত্রা পরিমাপ করে দেখা হয়। এই গবেষণার পর গবেষকরা জানান, সাদার পরে যেসব রং শরীরকে ঠাণ্ডা রাখে সেগুলো হলো লাল, হলুদ ও ধূসর।

Link copied!