সত্যি কি টাক করলে চুল ঘন হয়, কি বলছেন বিশেষজ্ঞরা

লাইফস্টাইল ডেস্ক

মে ২৬, ২০২৪, ০৩:৩৭ পিএম

সত্যি কি টাক করলে চুল ঘন হয়, কি বলছেন বিশেষজ্ঞরা

প্রতীকী ছবি

ঘন চুলের আশায় অনেক বাবা-মা সন্তানকে বারবার ন্যাড়া করে দেন। এমনকি বড়দের মধ্যেও চুলের সমস্যায় ন্যাড়া করে ফেলার প্রবণতা দেখা যায়। সত্যিই কি টাক করলে চুল ঘন হয়?

বিশেষজ্ঞরা বলছেন, চুল কাটলে বা ন্যাড়া করলে চুল ঘন হয় এই ধারণাটির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। চুল যতই কাটা হোক না কেন, চুলের ঘনত্বের কোনও পরিবর্তন আসবে না। মাথার ত্বকে থাকা ফলিকল থেকে নতুন চুল গজায়। এই ফলিকল স্ক্যাল্প থেকে কয়েক মিলিমিটার নিচে থাকে। এ কারণে টাক হলেও এই ফলিকলের ওপর কোনও প্রভাব পড়ে না।

বিশেষজ্ঞরা আরও বলেন, জন্মের পর থেকে চার মাস বয়স পর্যন্ত শিশুদের চুল অনেক পাতলা আর নরম থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের চুল মোটা হয়। তাই অনেক বাবা-মা মনে করেন চুল ফেলে দেওয়ার জন্য মাথা ভর্তি চুল হচ্ছে।  শিশুদের চুল ঘন নাকি পাতলা হবে সেটা তার জেনেটিক ধরণ নির্ধারণ করে।

শিশু জন্মের সময় নির্দিষ্ট সংখ্যক ফলিকলস নিয়ে জন্মগ্রহণ করে। টাক করা হলেও এই ফলিকলসের সংখ্যা বাড়ে না। তাই বারবার চুল কেটে দিলে শিশুর চুল ঘন হবে, এটি একটি ভ্রান্ত ধারণা। 

Link copied!