কাজের চাপ যখন চোখের ওপর তখন যা করণীয়

ফারহানা জিয়াসমিন

সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৫:৫৭ পিএম

কাজের চাপ যখন চোখের ওপর তখন যা করণীয়

সংগৃহীত ছবি

ঘুমের সময়টা বাদে অধিকাংশ সময়ই কম্পিউটার বা মোবাইল ফোনে কেটে যায়। যে কারণে চোখের প্রয়োজন অনুযায়ী বিশ্রাম হয় না। স্ক্রিনটাইমের মাঝে বিরতি রাখার কথা চক্ষু বিশেষজ্ঞরা বলে থাকেন। কিন্তু সে সময় বা সুযোগ পাওয়া যায় কই। জীবিকার প্রয়োজন ও ‘ডিজিটাল ডিপেন্ডেসি’ চোখের ওপর চাপ ক্রমাগত বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় সঠিক নিয়মে চোখের যত্ন না নিলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে পারেন।

Eye Care | Vision Care | MedlinePlus

যত ব্যস্ততাই থাকুক না কেন একটানা দীর্ঘসময় মোবাইল বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন না। চোখকে কিছু সময়ের হন্য হলেও বিশ্রাম দিতে হবে। আধা ঘণ্টা কাজ করার পর দুই-তিন মিনিট স্ক্রিনের থেকে চোখ সরিয়ে রাখুন। চোখ বন্ধ রাখতে পারেন বা স্ক্রিন থেকে দূরে কোথাও তাকিয়ে থাকতে পারেন। বিরতি নিয়ে আবার কাজ করুন তাহলে চোখেও ক্লান্তিও কমে আসবে।

Warning signs of a serious eye problem - Harvard Health

দীর্ঘসময় ধরে টানা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে পানি পড়া বা চোখ লাল হয়ে আসা সমস্যা দেখা দিতে পারে যা ডাক্তারি পরিভাষায় ‘ড্রাই আই সিনড্রোম’ নামে পরিচিত। এই সমস্যা থেকে রেহাই পেতে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করার সময় বেশি বেশি চোখের পলক ফেলুন। এতে করে চোখের আর্দ্রতা বজায় থাকবে।

My bedroom is a phone-free zone and I feel so much better for it | Alex  Hern | The Guardian

চোখের ক্ষতি যেন কম হয় সেজন্য বেশিরভাগ মোবাইল বা কম্পিউটারে এখন প্রটেক্টিভ স্ক্রিন লেয়ার থাকে। তবুও চেষ্টা করবেন মোবাইলের ব্রাইটনেস কমিয়ে কাজ করতে। চোখ সহ্য করতে পারে এখন মাত্রায় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন।

Comprehensive Eye Care in Williamsville - Eye Exams, Glasses

লক্ষ্য রাখবেন চশমার পাওয়ার চোখ অনুযায়ী ঠিক আছে কি না বা দেখতে কোনো সমস্যা হচ্ছে কি না। চোখের ওপর বেশি চাপ পড়লে মাথাব্যথাও হয়ে থাকে। সেক্ষেত্রে চক্ষুচিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

Can Splashing Water On Your Face Really Make You Feel Better?

চোখের চাপ কমাতে চোখ দুটোকে বিরতি দেয়ার পাশাপাশি পানির ঝাপটা দিতে পারেন। এছাড়াও ড্রাইনেসের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে লুব্রিকেটিং আইড্রপ বা টিয়ারড্রপ ব্যবহার করতে পারেন।

What Is Dry Eye Disease ? Its Causes, Symptoms & Treatment | CMI Blogs

চেষ্টা করবেন কাত হয়ে বা শুয়ে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার না করতে কেন না এতে চোখের ওপর অনেক বেশি চাপ পড়ে।

Link copied!