দাঁতে গর্ত হলে রুট ক্যানেল না ফিলিং?

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২৩, ১০:৪৮ এএম

দাঁতে গর্ত হলে রুট ক্যানেল না ফিলিং?

দাঁতের ক্ষয়, গর্ত বা ব্যথা নিয়ে চিকিৎসা নিতে এলে রোগীরা বেশির ভাগ ক্ষেত্রে আক্রান্ত দাঁত রক্ষায় দুটি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। একটি ফিলিং, অন্যটি রুট ক্যানেল চিকিৎসা। দাঁতের জন্য কোনটি কেমন তা জেনে নেওয়া জরুরী।

ফিলিং কখন করতে হয়

দাঁতের ক্ষয় যখন প্রথম দুটি স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন ফিলিংয়ের মাধ্যমেই দাঁতকে স্বাভাবিক রাখা যায়। এনামেল ক্ষয় হওয়ার প্রাথমিক পর্যায়ে দাঁতে তেমন কোনো অস্বাভাবিকতা অনুভব হয় না। ডেন্টিন ছুঁয়ে গেলে দাঁত শিনশিন করতে পারে । এ অবস্থায় অনুমোদিত ডেন্টাল চিকিৎসক দাঁত ক্ষয়ের গভীরতা বুঝে খুব অল্প সময়ের মধ্যে দাঁতের রঙের সঙ্গে রং মিলিয়ে ফিলিং পদার্থ দিয়ে দাঁতের গর্ত পূরণ করে সহজেই দাঁতকে সুস্থ করে তোলে। ফিলিংয়ের রং ও আকৃতি এতটাই নিখুঁত হয়, দাঁতে ফিলিংয়ের উপস্থিতি অনুভব করা যায় না।

রুট ক্যানেল চিকিৎসা কখন করতে হয়

আমাদের অবহেলা বা উদাসীনতার কারণে দাঁতের গর্তের গভীরতা যখন মধ্যকার মজ্জা বা প্রাণে চলে যায়, তখন দাঁত রক্ষার এই একটি পদ্ধতি রয়েছে। স্বভাবগত কারণেই গর্তের শুরুতে আমরা চিকিৎসা নিতে যাই না, যতক্ষণ না ব্যথা অনুভব হয়। মজ্জা খুব সংবেদনশীল। কারণ দাঁতের স্তরের মধ্যে শুধু এখানেই প্রচুর স্নায়ু ও রক্তের সঞ্চালন রয়েছে। এই ব্যথা নিয়ে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ব্যথা কমিয়ে রাখেন, যা পরে সঠিক চিকিৎসাব্যবস্থাকে জটিল করতে পারে।

রুট ক্যানেল চিকিৎসা নিয়ে আমাদের অনেকের নেতিবাচক মনোভাব রয়েছে। এটা হতে পারে রোগীর নিজের বা পরিচিত কারোর পূর্ব অভিজ্ঞতা থেকে। যেমন- কেউ হয়তো চিকিৎসাটা যথানিয়মে শেষ না করে বা অনুমোদনহীন ডাক্তারের কাছে অপচিকিৎসার শিকার হয়ে চিকিৎসাটি সফল না হওয়া থেকে।

আমাদের দেশ এখন রুট ক্যানেল চিকিৎসা উন্নত বিশ্বের মতো। সঠিক স্থান থেকে চিকিৎসা পেলে এর সফলতা ৯৮ ভাগের বেশি। সুতরাং, এই চিকিৎসা নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। রুট ক্যানেল শেষে দাঁতটির ওপর কৃত্রিম মুকুট বা ক্যাপ করে নেওয়া জরুরি। কারণ এই চিকিৎসা শেষে দাঁতের ইলাস্টিসিটি কমে যাওয়াতে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

দাঁতের ভাঙা অংশ অনেক সময় ধারালো হয়ে মুখের নরম অংশে ক্ষত সৃষ্টি করে। সময়মতো চিকিৎসা না পেলে সেখান থেকে ক্যানসারও হতে পারে। কাজেই মুখের যত্নে অবহেলা করা চলবে না।

Link copied!