রান্নায় স্বাদ আনতে যেসব হতে পারে লবনের বিকল্প

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২১, ০৫:২৮ পিএম

রান্নায় স্বাদ আনতে যেসব হতে পারে লবনের বিকল্প

সুস্থ থাকার জন্য প্রত্যেক দিন পাঁচ গ্রামের বেশি লবন খাওয়া উচিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। রান্নায় কম লবন দিলেও অনেক সময়ই সেই মাত্রা পেরিয়ে যায়। কারণ সারা দিনে আমরা এমন অনেক খাবার খাই, যাতে এমনিই বাড়তি লবন দেওয়া থাকে। বিশেষ করে যাঁরা চিপ্‌স-ভাজাভুজি বা অন্য জাঙ্ক ফুড বেশ খান, তাঁদের শরীরে লবন বেশি পরিমাণে যায় বইকি। তাই রান্নায় লবনের পরিমাণ কমানোর কিছু উপায় জানা থাকলে ভাল। লবনের বিকল্প কী কী হতে পারে তার একটি তালিকা দেয়া হল। সূত্র: আনন্দবাজার পত্রিকা

১. যদি রান্নায় ধনেপাতা দেওয়া হয় তাহলে লবন কম লাগে। স্যালাড বানালেও লবনের বদলে ধনেপাতা দেওয়া যেতে পারে। ধনেপাতায় রয়েছে আয়রন, ভিটামিন কে, ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম রয়েছে। তাই শরীরে জরুরি পুষ্টিগুণও থাকে।

২.লবনের বিকল্প হিসাবে অরিগ্যানো দারুণ কাজে দেয়। ডিম সিদ্ধ খাওয়ার সময়ে লবন না দিয়ে তার পরিবর্তে অরিগ্যানো দিতে পারেন। অরিগ্যানো অনেক খাবারেই স্বাদ বাড়ানোর জন্য দেওয়া যেতে পারে। পেটের এবং শ্বাসনালীর যত্ন নেয় অরিগ্যানো।

৩.আলুসেদ্ধ খাওায়ার সময়ই একগাদা কাঁচা লবন দিয়ে মাখছেন? তার বদলে রোজমেরি দিতে পারেন। এই সুগন্ধি লতা মস্তিষ্ক ভাল রাখে, স্মৃতিশক্তি বাড়ায় এবং হজমক্ষমতা ভাল করে। রোজমেরি পাতা গুঁড়ো করে ডিমেরও নানা পদে দিতে পারেন।

৪. পুদিনা পাতাও নানা রকম খাবারে দিতে পারেন। যে কোনও খাবারের স্বাদ বদল করে দিতে পারে এই পাতা। নোনতা খাবার ছাড়াও মিষ্টি বা শরবতেও ব্যবহার করা যায় পুদিনা। লস্যি বানালে লবনের বদলে পুদিনা দিতে পারেন।

৫. ইতালিয়ান বেসিলও চমৎকার কাজ দেয় লবনের বদলে। স্যুপ, নুড্‌ল বা পিৎজ্জা জাতীয় কোনও পদে অনায়াসে দিতে পারেন বেসিল। তা হলে লবন তুলনায় অনেকটা কম লাগবে।

Link copied!