ভোটের মাঠে টিকে থাকছেন ১৯৭০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২৪, ০৯:২০ পিএম

ভোটের মাঠে টিকে থাকছেন ১৯৭০ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ সংসদীয় আসনে ভোটের মাঠে লড়াই করবে ১ হাজার ৯৭০ জন প্রার্থী। এর মধ্যে ২৮ টি রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ জন প্রার্থী লড়াই করছেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। 

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুর কারণে ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি। ফলে এবার ২৯৯ আসনে হবে নির্বাচন। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, মোট প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। হাইকোর্ট থেকে ৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ার পর দলটির মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৬৬ জন। এরপরই রয়েছে জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির রয়েছেন ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির রয়েছেন ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮টি রাজনৈতিক দলগুলোর মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৫৩৪ জন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৩৬ জন। মোট প্রার্থীর মধ্যে ৭৫ জন প্রার্থী হাইকোর্ট থেকে আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

জাতীয়তাবাদী আন্দোলন ৫৬ জন, বাংলাদেশ তরীকত ফেডারেশন ৩৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ৫ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ ৪৫ জন, বাংলাদেশ মুসলিমলীগ ৪ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ জন, বাংলাদেশ ওয়াকার্স পার্টি ২৬ জন, বাংলাদেশ সাম্যবাদী দল-এমএল ৪ জন, গণতন্ত্রী পার্টি ১০ জন।

এবারের নির্বাচনে নারী প্রার্থী হিসেবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন প্রার্থী। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ১৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর জাতীয় পার্টি থেকে ৭ জন। স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে ২৩ জন। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্যান্য মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার ২৯৯ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে এবার ১০ হাজার ৩০০টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা দেওয়া হয়েছে ইসিতে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

Link copied!