৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৪, ০৩:৪৮ পিএম

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি সচিব

সাংবাদিকদের সাথে কথা বলছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় সারা দেশে গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রবিবার (৭ জানুয়ারি) ইসির মিডিয়া সেন্টারে  এক ব্রিফিং এসব তথ্য জানান মো. জাহাংগীর আলম।এসময় কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত  ছিলেন।

ব্রিফিং এ জানানো হয়,  বিভাগীয়   পর্যায়ে ৭ ঘণ্টায়  ঢাকা বিভাগে ভোট পড়েছে  ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে  ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ এবং ময়মনসিংহ বিভাগে ২৯ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব বলেন, এখন পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে, এবং ১৫ ব্যক্তি জাল ভোটে সহায়তা করার জন্য তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিংসহ যারা জাল ভোট প্রদান করতে গেছেন তারাও রয়েছেন।

জাহাংগীর আলম বলেন, ভোট গণনা হয়েছে ২৭ শতাংশের বেশী। ছোটখাটো ৩০/৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। কোথাও পুলিশের গাড়িতে ইট মেরে গ্লাস ভাঙা হয়েছে। কোথাও ভোট কেন্দ্রের পাশে ককলেট বিস্ফোরণ হয়েছে।  আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।

তিনি বলেন, আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করার সময় মারা গেছে।  একজন গতরাতে দায়িত্বপালন কালে হার্ট অ্যাটাক করে মারা যান। আজ জামালপুরে একজন হার্ট অ্যাটাক করে মারা গেছেন।  

জাহাংগীর আলম বলেন, এই পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। আইনশৃঙ্খলাবাহিনী তদন্ত করছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাতে পারবো।

তিনি বলেন, বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, ভোট গ্রহণ শেষে মাগরিবের পর থেকে আপনাদের ফলাফল জানাতে পারবো।

Link copied!