প্রার্থিতা বাতিলের পক্ষে-বিপক্ষে ৩৩৮ আপিল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২৩, ১০:৩৯ এএম

প্রার্থিতা বাতিলের পক্ষে-বিপক্ষে ৩৩৮ আপিল

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম (ছবি: ফোকাস বাংলা)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে তৃতীয় দিনে ১৫৫ জন আপিল আবেদন করেছেন নির্বাচন কমিশনে (ইসি)। এ নিয়ে গত তিনদিনে মোট আপিলকারীর সংখ্যা দাঁড়াল ৩৩৮ জনে। এর মধ্যে মোট ছয়জন প্রার্থিতা বাতিলের আবেদনও করেছেন।  

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর)  নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, ৩০০টি সংসদীয় আসনে পদপ্রার্থী সংখ্যা ছিল ২ হাজার ৭১৬টি। এরমধ্যে যাচাই-বাছাইয়ে ৭৩১টি মনোনয়ন বাতিল হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ৫  থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এর বিরুদ্ধে আপিল দায়ের সুযোগ রয়েছে। আজ তৃতীয় দিনসহ এ পর্যন্ত মোট ৩৩৮ টি আপিল দায়ের হয়েছে। প্রথম দিন আপিল দায়ের হয়েছিল ৪২টি, দ্বিতীয় দিন ১৪১টি এবং আজ তৃতীয় দিন ১৫৫টি।

সচিব জানান, এ আপিলগুলো ১০ তারিখ থেকে পর্যায়ক্রমে শুনানি হবে। পরবর্তীতে ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করে ১৮ তারিখ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তখন থেকে প্রচার প্রচারণা শুরু হবে।

Link copied!