শেষ সময়ে নৌকা প্রতীকের জন্য চিঠি দিলো তরিকত ফেডারেশন ও বিকল্পধারা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২৩, ০৬:০৮ পিএম

শেষ সময়ে নৌকা প্রতীকের জন্য চিঠি দিলো তরিকত ফেডারেশন ও বিকল্পধারা

আওয়ামী লীগ জোটের পক্ষে চিঠি দিয়েছে ৯ টি দল, নির্বাচনে আসবে দশটি দল।

আওয়ামীলীগ নেতৃতাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে ড.  এ কিউ এম বদরুদ্দোজ  চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ ও সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর তরিকত ফেডারেশন। আজ শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দেয় দল দুইটি। যদি নির্বাচন কমিশনে আজ ৪ টা পর্যন্ত সময় ছিল। 

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিকল্পধারা বাংলাদেশ আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নেতৃয়াধীন মহাজোটের শরিক দল হিসেবে অংশগ্রহণ করবে। আমাদের নির্বাচনী প্রতীক হবে আমাদের দলীয় প্রতীক কুলা। একই সাথে পরবর্তীতে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটগত প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ পর্যন্ত (১৭ই ডিসেম্বর ২০২৩) চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে। অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্বাচন কমিশন সমীপে আবেদন জানাচ্ছি।

এদিকে বিকল্পধারা বাংলাদেশের আগে তরিকত ফেডারেশন পক্ষ থেকেও চিঠি দেয়া হয়। তারাও আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে চায় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। 

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয় পার্টি (রওশনপন্থী), সাম্যবাদী দল, তৃণমূল বিএনপি ও গণতন্ত্রী পার্টি জোটবদ্ধ ভাবে নির্বাচন করতে চায়। এর মধ্যে তৃণমূল বিএনপি ১৫টি প্রগতিশীল ইসলামি জোটের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। বাকি সব দল আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে।

Link copied!