বাবার কবরের পাশেই শায়িত হবেন অবন্তিকা

জাতীয় ডেস্ক

মার্চ ১৬, ২০২৪, ১২:৪৯ পিএম

বাবার কবরের পাশেই শায়িত হবেন অবন্তিকা

ফাইল ছবি

বাবার পাশেই শায়িত হবেন ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা।

শনিবার (১৬ মার্চ) বাদ জোহর নামাজে জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফাইরুজ অবন্তিকার মামা লুৎফুর আনোয়ার ভূঁইয়া বলেন, ‘আমরা এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আছি। এখানে তার ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ নিয়ে যাব। জোহরের নামাজের পর কুমিল্লা সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ সম্পন্ন হবে। জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে বাবার কবরের পাশেই দাফন করা হবে তাকে।’

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করা ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, অবন্তিকার (২৪) বাবা মো. জামাল উদ্দিন মৃত্যুর কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও কুমিল্লা সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনাও করেছেন তিনি। ২০২৩ সালের ১২ এপ্রিল রোজার মাসে মৃত্যু হয়। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের দিন চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের সময় জামাল উদ্দিনকে কুপিয়ে জখম করা হয়। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা শহরতলির শাসনগাছা মহাজন বাড়ি এলাকায়। অবন্তিকার মা তাহমিনা শবনম এক সময় কুমিল্লা পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। অন্যদিকে অবন্তিকার ছোট ভাই এসএসসি পরীক্ষার্থী।

Link copied!