কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে শনিবার স্থানীয় সময় বিকেলে অস্ত্রাগার বিস্ফোরণে ২০ সেনা নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট এ খবর নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট উল্লেখ করেন, ‘কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা গভীরভাবে মর্মাহত। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা সম্ভব হয়নি।’
নিহত ২০ সেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ জোগানো হবে।’