ছাত্রলীগ নেতা নির্যাতনকারীর সর্বোচ্চ বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৮:৫২ পিএম

ছাত্রলীগ নেতা নির্যাতনকারীর সর্বোচ্চ বিচার দাবি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীর শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনানসহ ৬ সদস্যের এক প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠক করে এ দাবি জানায়।

বৈঠক শেষে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এই বিষয় নিয়ে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি। ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন। তাদেরকে আনুষ্ঠানিক ও মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে।

ছাত্রদলের নিন্দা সম্পর্কে সাদ্দাম বলেন, যারা এই ঘটনাকে কেন্দ্র করে খোলা পানিতে মাছ শিকার করতে চায়। কোন ধরনের অপরাজনীতি এই ঘটনাকে কেন্দ্র করে করতে দেয়া হবে না।

জানা গেছে, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্বনির্ধারিত বলে জানা গেছে।

Link copied!