অতিরিক্ত মদ্যপানে স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তর পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৩:৪৭ পিএম

অতিরিক্ত মদ্যপানে স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তর পরিচালকের মৃত্যু

সৈয়দ নাজমুল আহসান ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম।

রাজধানীর মিরপুরে নিজ বাসায় গতকাল অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তির পর মারা গেছেন পরিবেশ অধিদপ্তরের এক পরিচালক ও তার স্ত্রী।

তারা হলেন- পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নাজমুল আহসান (৫৮) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম (৪৭)।

বুধবার বিকেলে নজমুলকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  অন্যদিকে, তার স্ত্রী নাহিদ বিনতে আলমকে বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

মিরপুর মডেল থানা পুলিশ মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন নাহার বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নাজমুলের স্ত্রী নাহিদ বিনতে আলমকে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।’

একই থানার আরেক এসআই মো. মিজানুর রহমান বলেন, ‘নাজমুল নামে পরিবেশ অধিদপ্তরের ওই কর্মকর্তাকে বুধবার বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তাদের মৃত্যুর সনদে অ্যালকোহল পয়জনিং লেখা ছিল।’

Link copied!