গণতন্ত্র ও স্বাধীনতা হত্যাচেষ্টাকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না: শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২৩, ১১:১২ পিএম

গণতন্ত্র ও স্বাধীনতা হত্যাচেষ্টাকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না: শেখ পরশ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, তারা দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকেই হত্যা করতে চেয়েছিল তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুব সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির করার পাঁয়তারা করছে। এই মাফিয়া চক্রের সদস্য তারেক রহমান কারাগারের বাইরে থেকে দেশকে ধ্বংস করবে।

বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধ করা না হলে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে যুবলীগের দাবি বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন এই নেতা।

যুব সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চার দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 

স্মারকলিপিতে যুবলীগের দাবিগুলোর মধ্যে রয়েছে- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর ও বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

Link copied!