ডেঙ্গু মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৩, ০৯:৫২ পিএম

ডেঙ্গু মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক: তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

‘ডেঙ্গু মশা মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ডেঙ্গু মশা কামড়ায় আর বিএনপি আগুন জ্বালায় বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরির কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘এডিস মশা কামড়ায়, বিএনপি আগুন জ্বালায়’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশা মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরও বেশি মারাত্মক বিএনপি। বিএনপি গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে।”

করোনাসহ সব বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের  এই যুগ্মসাধারণ সম্পাদক বলেন, “করোনায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য যেমন সুরক্ষা করছে তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও পাশে দাঁড়িয়েছে।

ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, কৃষকের পাশে দাঁড়ানো নিয়ে বিএনপির কোনো কর্মসূচি নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “এখন তাদের আছে কি-এখন তাদের আছে তারেক জিয়া ও জোবায়দা রহমানের কেন শাস্তি হলো? তারা রাজনীতি জনগণের জন্য করে না। বিএনপি রাজনীতি করে এবগম খালেদা জিয়া, তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ার পরিবারের জন্য।”

বিএনপি এমন একটি দল যেটি ইউনিয়ন পরিষদের মেম্বার পদ পর্যন্ত নির্বাচন করতে দিচ্ছে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “বিএনপিকে আসলে তারেক রহমান আর বেগম খালেদা জিয়া তাদের একটি লাঠিয়াল বাহিনী হিসেবে বিএনপিকে চায়। বিএনপিকে তারা সংসদে চায় না, ইউনিয়ন পরিষদে চায় না, সিটি করপোরেশনে চায় না,কোনো জায়গায় চায় না। কী চায়? তারা বেগম খালেদা, বিশেষ করে তারেক রহমান চায় বিএনপি তার একটি লাঠিয়াল বাহিনী হিসেবে মাঠে থাকুক।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই যুগ্মসাধারণ সম্পাদক বলেন, “ ডেঙ্গু মশা  যেমন মারাত্মক এজন্য ডেঙ্গু মশা নিধন করতে হবে। বিএনপি তার চেয়েও অনেক ক্ষেত্রে বেশি মারাত্মক। সুতরাং ওদেরকে প্রতিরোধ করতে হবে।”

Link copied!