কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে উপজেলা নির্বাচন নিয়ে কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হয়নি বলে জানিয়েছেন ক্ষমতাসীন এই দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এক সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়নে লজ্জাবোধ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
এদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে বৈঠকে বসে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বৈঠকে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে দলীয় এমপি-মন্ত্রীর স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়েও সিদ্ধান্তেরও কথা ছিল।
আরও পড়ুন: ‘জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না- সেটা ঠিক নয়’: সমাজকল্যাণমন্ত্রী
এর আগে চলতি সপ্তাহের রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মণি নির্দেশনা অমান্যকারী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলেন, মুখে মুখে আমরা নেত্রীর জন্য “জানও দিয়ে দেবো”- বলে থাকি। কিন্তু নেত্রী দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দিয়ে থাকেন, তা অনেক সময় মানি না। নেত্রীর তথা দলের সিদ্ধান্ত না মেনে নিজেদের মতো চলবেন, এটা তো হওয়া উচিত না।