নির্বাচন নিয়ে ভারতের মনোভাব জানালেন ড. আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৩, ০১:৫৭ এএম

নির্বাচন নিয়ে ভারতের মনোভাব জানালেন ড. আব্দুর রাজ্জাক

সংগৃহীত ছবি

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আর জাতীয় নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আছে বলে মনে করে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আব্দুর রাজ্জাক বলেন, “ভারত একটি ভালো নির্বাচন চায়। ভারত মনে করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন হবে।”

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক উঁচুতে উল্লেখ করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে এই সম্পর্ক আরও মজবুত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে বলেছেন দুই দেশ সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে।”

কৃষিমন্ত্রী আরও বলেন, ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় আছে। জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসসহ নানা বিষয়ে বাংলাদেশ ও আওয়ামী লীগের সাথে কাজ করতে আগ্রহী বিজেপি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, চলতি বছরের গত ৬ আগস্ট ভারত সফরে যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আরমা দত্ত এমপি ও অধ্যাপক মেরিনা জাহান।  ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে প্রতিনিধি দলটি নয়াদিল্লি সফর করে। গতকাল বুধবার প্রতিনিধি দলটি ঢাকায় ফিরেছে।

Link copied!