১৬ ডিসেম্বরের পর বিদেশি পর্যবেক্ষকদের চূড়ান্ত তালিকা দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৩, ০১:৫৮ পিএম

১৬ ডিসেম্বরের পর বিদেশি পর্যবেক্ষকদের চূড়ান্ত তালিকা দেবে ইসি

ইসির আমন্ত্রণে নির্বাচন পর্যবেক্ষণে কারা আসছেন ১৬ ডিসেম্বর জানা যাবে। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক সংখ্যা ১৬ ডিসেম্বরের পর চূড়ান্ত জানা যাবে। নিজ খরচে যারা আসবেন ৭ ডিসেম্বর তাদের সংখ্যা জানানো হবে। আর ইসির আমন্ত্রণে যারা আসবেন ১৬ ডিসেম্বর তাদের সংখ্যা জানানো হবে। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। 

এর আগে ইসি সচিবের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা ছাড়পত্র, ভিসা প্রসেসিং, অন অ্যারাইভাল ভিসাসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কী আলোচনা হয়েছে জানতে চাওয়া হলে ইসি সচিব বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি যেসব ব্যক্তি, সাংবাদিক ও প্রতিষ্ঠান নির্বাচন পর্যবেক্ষণে আসবেন, আসার পর থেকে বাংলাদেশে তাদের ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয়েছে। এসব বিষয়ে যেসব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলো সংযুক্ত তাদের নিয়ে এই সভা হয়।

প্রতি সংসদ নির্বাচনের আগেই বিদেশি পর্যবেক্ষকদের আবাসন এবং নিরাপত্তা নিয়ে এ ধরনের সভা হয় জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের যে বৈদেশিক পর্যবেক্ষক নীতিমালা রয়েছে, তা অনুসরণ করে যারা নিজ খরচে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসতে চান, তাদের আগমন ও নির্বাচন কমিশন থেকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের কীভাবে নিরবিচ্ছিন্ন সেবা দেয়া যায়, সে বিষয়ে বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ; এদের সবাইকে নিয়ে আমরা একটি প্রস্তুতিমূলক সভা করেছি। 

ইসি সচিব আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকের নাম ও পদবি ধরন অনুসারে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তাদের ভিসা সংক্রান্ত সব ধরনের নীতিমালা দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কে কোন হোটেলে অবস্থান করবেন, তাদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

পর্যবেক্ষকদের নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে ইসি সচিব বলেন, কতজন আসবেন, কোন কোন ক্যাটাগরি অতিথি আসবেন, সে অনুযায়ী এটা চূড়ান্ত করা হবে। কোনো দেশের সিইসি মহাদয় এলে একরকম, সচিব এলে আরেকরকম। ফলে, তাদের আসাটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সিকিউরিটি প্ল্যান নিশ্চিত করে বলা যাবে না। তবে, বিদেশি মেহমানদের আসা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো কীভাবে সুন্দর করা যায়, তা নিয়ে আজকের এ সভা। 

যারা আবেদন করবেন, তারা সবাই আসতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, আবেদন অনেকেই করবেন। তবে, আমাদের ভিসা প্রদানের যে নীতি রয়েছে, তা অনুসরণ করবে আমাদের ভিসা প্রদান কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা যাচাই-বাছাই করবেন। ফলে, যারা আবেদন করবেন, আমরা সেটা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। তারা নীতিমালার আলোকে যাদের এলাউ করবেন, তারা আসতে পারবেন।

নির্বাচন পর্যবেক্ষণে কতজন আসছেন জানতে চাইলে মো. জাহাংগীর আলম বলেন, এটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। যারা নিজ খরচে আসবেন, তাদের জন্য সময় বাড়ানো হয়েছে আগামী সাত ডিসেম্বর পর্যন্ত। আর যারা আমন্ত্রিত অতিথি তাদের রেজিস্ট্রেশনের জন্য সময় আছে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ নির্ধারিত দিনের পর কোথা থেকে কতজন আসবেন, তা বলতে পারব।

আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয় এবং হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের প্রতিনিধি। 

বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।

Link copied!