বছর পূর্ণ হলেও ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষা শেষ হয়নি

তাহমিদ সাকিব

ডিসেম্বর ২০, ২০২৩, ১১:০২ পিএম

বছর পূর্ণ হলেও ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষা শেষ হয়নি

গত বছরের ২০ ডিসেম্বর মাজহারুল কবির শয়নকে সভাপতি ও তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির এক বছর পূর্ণ হয়েছে আজ বুধবার (২০ ডিসেম্বর)। তবে কমিটির মেয়াদ শেষ হতে চললেও পূর্ণাঙ্গ কমিটির জন্য অপেক্ষা করতে হচ্ছে পদপ্রত্যাশী নেতাকর্মীদের।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বছরের জন্য  এই কমিটির অনুমোদন দিয়েছিলেন গত বছর। কিন্তু সেই কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় পদপ্রত্যাশী অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেলেও পদে আসার সুযোগ হচ্ছে না।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০ (খ) ধারায় বলা হয়েছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর’। সেই হিসেবে আজ বুধবার (২০ ডিসেম্বর) শেষ হচ্ছে শয়ন-সৈকতের নেতৃত্বে বর্তমান কমিটির মেয়াদ।

ঢাবি ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ না করায় শীর্ষ নেতাদের দায়ী করছেন পদপ্রত্যাশীরা। পদপ্রত্যাশী নেতা-কর্মীরা বলছেন, সঠিক সময়ে কমিটি দিতে না পারাটা কাম্য নয়। দায়িত্বশীলদের যদি ইচ্ছা থাকতো তাহলে পূর্ণাঙ্গ কমিটি ১ বছরের ভেতরেই দিতে পারতো।কিন্তু কী কারণে দিতে চায়নি জানি না।তবে নির্বাচনের আগেই কমিটি দেওয়াটা উচিত তাদের ছিল।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেছেন এর পিছনে রয়েছে কৌশলগত কারণ। তিনি দ্যা রিপোর্ট লাইভকে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দ্বারপ্রান্তে। সেজন্য কৌশলগত কারণে এখন কমিটি দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে কমিটি দেওয়া হবে। নির্বাচনের পর সামগ্রিক বিষয় বিবেচনা করে কমিটি দেওয়া হবে বলে তিনি জানান।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন দ্য রিপোর্ট লাইভকে বলেন, যেকোনো  সময়ই কমিটি দেওয়া হতে পারে। সেটা নির্বাচনের আগে বা পরে যেকোনো সময়।

Link copied!