দেশের অর্থনীতি রক্ষায় সুষ্ঠু নির্বাচন করতে হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৩, ১০:৩৭ এএম

দেশের অর্থনীতি রক্ষায় সুষ্ঠু নির্বাচন করতে হবে : সিইসি

অনুসন্ধান কমিটির সদস্যের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থনীতি বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনী আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিইসি আরও বলেন, নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ, হয় সফল না হয় ব্যর্থ হবো। তবে আমরা অবশ্যই সফল হবো। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট। 

পোলিংয়ে ১০ গুণ বেশি নজর রাখতে নির্দেশ দিয়ে সিইসি বলেন, পোলিং হচ্ছে কাস্ট অব ভোট। বাক্সগুলো ওপেন করা হবে, সবাই প্রতিটি কেন্দ্রে চোখ রাখবেন।

সুষ্ঠু, অবাধ ও আইনানুগভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটি (Electoral Enquiry Committee) গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্যগণ যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য আইন বিধি বিধান বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রয়োজন। 

দিনব্যাপী এ সংক্রান্ত প্রশিক্ষণের ১ম পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকার নম্বর ৫২ থেকে ১৫৬ পর্যন্ত মোট ১০৫ জনের প্রশিক্ষণ ২৭ নভেম্বর ২০২৩, ২য় পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাহনি এলাকার নম্বর ০১ থেকে ৫১ ও ২৪৯ থেকে ৩০০ পর্যন্ত মোট ১০৩ জনের প্রশিক্ষণ ২৮ নভেম্বর ২০২৩ এবং ৩য় পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকার নম্বর ১৫৭ থেকে ২৪৮ পর্যন্ত মোট ১২ জনের প্রশিক্ষণ ২৯ নভেম্বর ২০২৩ তারিখে পর্যায়ক্রমে নির্বাচনি প্রশিক্ষণ ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, ২৭ নভেম্বর ২০২৩ তারিখে সকাল ৯টা ৩০ মিনিটে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১ম পর্যায়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রথম দিনে প্রশিক্ষণ নেন ১০৫ জন সদস্য।

Link copied!