নোয়াখালীতে প্রধান বাণিজ্যকেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৪, ০১:০০ এএম

নোয়াখালীতে প্রধান বাণিজ্যকেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪০-৫০টি দোকান পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌমুহনী বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের।

রোববার (২১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এর সূত্রপাত হয়। রাত পৌনে ১১টার দিকে পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত সাড়ে ১১টার দিকে খবর আসে, ফায়ার সার্ভিসের ঐকান্তিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রাত ১২টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় নোয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন দ্য রিপোর্ট ডট লাইভকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে প্রধান বাণিজ্যকেন্দ্রে আগুন লেগেছে। ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো গেছে।’

এর আগে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।’

একই কথা জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও জানা সম্ভব হয়নি।’ এদিকে চৌমুহনী বণিক সমিতির সাধারণ সম্পাদক উল্লেখ করেছেন, আগুনে ৪০-৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার বর্ণনা দিয়ে একজন স্থানীয় বাসিন্দা জানান, রোববার রাত পৌনে আটটার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড়ের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

Link copied!