কিলার হায়ার করে আমাকে বিদেশে মারার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২, ২০২৩, ১১:০৯ পিএম

কিলার হায়ার করে আমাকে বিদেশে মারার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘যখন আমি বিদেশ যাই সেখানেও আমাকে কিলার হায়ার করে মারার চেষ্টা হয়েছে।’

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান। এ ঘটনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন সংসদ নেতা।

শেখ হাসিনা বলেন, ‘যখন আমি বিদেশ যাই সেখানেও আমাকে কিলার হায়ার করে মারার চেষ্টা হয়েছে। সেখানেও চেষ্টা করেছে ওই খালেদা জিয়ার ছেলে যেটা লন্ডনে বসে আছে সে আর তাদের যারা সন্ত্রাসী তারাই। তবে আমি কখনও এ ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্থ না। জন্মালে তো মরতেই হবে। যতক্ষণ আমার শ্বাস আছে, এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’  
ad

পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৯ বার হামলার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে সবচেয়ে বড় আঘাত আসে ২০০৪ সালের ২১ আগস্ট। এ দিন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের এক সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। ওই হামলা আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান। আগত হন চারশর বেশি নেতা–কর্মী। তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।   

Link copied!